এনট্রপি কি?
এনট্রপি
সংজ্ঞাঃ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপশক্তি অন্যশক্তিতে রূপান্তরের অক্ষমতা প্রবণতার পরিমাণকে এনট্রপি বলে।
কন্সেপ্ট বোঝার জন্য
এনট্রপি মানে ধরে নাও গ্যাঞ্জাম বা বিশৃঙ্খলা। কোন একটি সিস্টেমে মোট বিশৃঙ্খলার পরিমাণই এনট্রপি। এইখানে গ্যাঞ্জামটা করে তাপশক্তি। কারণ তাপশক্তি অতি সহজে অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না। তাপের প্রবাহ থেকে তাপশক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে হয়। মানে তুমি তাপশক্তিক নামক এক দুষ্টু বালককে নিজের কাজে লাগানোর জন্য মেয়ে সেজে তাকে প্রবাহিত করিয়েছ। দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে তাপ তত বেশি প্রবাহিত হবে এবং বেশি তাপ অন্য শক্তিতে রূপান্তর হবে। তাপ দেওয়া নেওয়া করে বস্তুদুটি ধীরে ধীরে তাপীয় সাম্যাবস্থায় যেতে থাকবে এবং তাপ প্রবাহও কমে আসবে। ফলস্রুতিতে তাপশক্তি অন্যশক্তিতে রূপান্তরিত হওয়ার হারও কমে আসবে। অর্থাৎ, তাপশক্তি অন্যশক্তিতে রূপান্তরিত হওয়ার অক্ষমতা প্রদর্শন করবে। আর, এটিই এনট্রপি।