এসএসসি-২০২৩ সংক্ষিপ্ত সিলেবাস| Short syllabus of ssc 2023
এসএসসি-২০২৩ সিলেবাস|Syllabus of ssc 2023
আসসালামুয়ালাইকুম। সকলকে আমার ওয়েবসাইটে স্বাগতম জানাচ্ছি। তুমি কী এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস খুঁজছো? তাহলে এই পোস্টটি তোমারই জন্যে। আমার দেখামতে গুগলে রেংক করা যেসব সাইট কয়েকটা আছে তাদের বেশিরভাগই এক পেজ থেকে তোমাকে আরেক পেজে ঘুরাবে। নিজেদের ইম্প্রেশন বাড়াবে, ক্লিক বাড়াবে, টাকা আয় করবে। কেন? একজন ভিজিটর অবশ্যই তাতে বিরক্ত হন। আবার অনেকে সেখানে কাঙ্খিত ফলাফল থাকা সত্বেও খুঁজে বের করতে না পারার কারণে তা বের করার আশাই ছেড়ে দেয়। যাহোক, অনেকটা বক বক করে ফেললাম। আর দেরি না করে আসল কথায় আসা যাক।
তোমরা একথা নিশ্চই জানো যে, এসএসসি ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে এসএসসি ২০২৩ এর পরীক্ষা হবে। হ্যাঁ, তা-ই হবে। তবে ভেবে দেখেছো কি, বাংলা২য়,ইংরেজি ১ম আর ইংরেজি ২য় এর মানবন্টন কেমন হবে? কারণ ২০২২ এসএসসি পরীক্ষাগুলো হবে ৫০ নম্বরে। কিন্তু ২০২৩ এ হবে ১০০ নম্বরে। শিক্ষা বোর্ড এগুলোর জন্য নতুন সিলেবাস দিয়েছে এবং অন্যবিষয়েরগুলো ২০২২ তথা আগের মতোই আছে।
এখানে পর্যায়ক্রমে সকল বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং সব বিষয়গুলো এই পেজেই আছে। তুমি ইচ্ছা করলে এখান থেকে খাতায় উঠাতে পারো কিংবা পিডিএফ ডাউনলোড করতে পার। ডাউনলোড লিংক দেওয়া থাকবে।
বাংলা-১ম পত্র
পিডিএফ ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করো। (ক্লিক)
বাংলা ২য় পত্র
ইংরেজি ১ম পত্র
মানবন্টন
ইংরেজি ২য় পত্র
মানবন্টন
পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করো-(ক্লিক)
ইসলাম ও নৈতিক শিক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায় নংঃ ০১,০২,০৩,০৪,০৫(ইলাস্ট্রেটর ও ফটোশপ বাদ দিয়ে)
নিচে থাকা লিংকে ক্লিক করে আরো বিস্তারিত জানো-
পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করো-(ক্লিক)
বিজ্ঞান বিভাগ
পদার্থ
রসায়ন
পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করো-(ক্লিক)