কাজ কাকে বলে?|কাজ কত প্রকার ও কী কী?|ধনাত্মক কাজ কাকে বলে?|ঋণাত্মক কাজ কাকে বলে?
কাজ কাকে বলে?|কাজ কত প্রকার ও কী কী?|ধনাত্বক কাজ কাকে বলে?|ঋণাত্বক কাজ কাকে বলে?
কাজ কাকে বলে?
কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে।
কাজকে প্রকাশ করা হয় W দ্বারা।
ধরি,
কোন বস্তুর উপর F বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুটি S দূরত্ব অতিক্রম করে।
সুতরাং, কাজ W=FS
- কাজ একটি লব্ধ রাশি।
- কাজ একটি স্কেলার রাশি।
- কাজের একক জুল (J)।
কাজ কত প্রকার ও কী কী?
কাজ ২ প্রকার।
যথাঃ
- ধনাত্মক কাজ।
- ঋণাত্মক কাজ।
ধনাত্মক কাজ কাকে বলে?
কোন বস্তুর উপর বল প্রয়োগ করার পর যদি বস্তুটির ত্বরণ বলের দিকে হয় তবে কৃতকাজকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাকে বলে।
যেমনঃ পড়ন্ত বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ।
ঋণাত্মক কাজ কাকে বলে
কোন বস্তুর ওপর বল প্রয়োগ করার পর বস্তুর সরণ বলের বিপরীত দিকে হলে সেই কৃতকাজকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলে।
যেমনঃ ভূমি হতে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর উপর কৃতকাজ হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে।
ধনাত্মক কাজ হচ্ছে সর্বোচ্চ কাজ ও ঋণাত্মক কাজ হচ্ছে সর্বনিম্ন কাজ।
বিঃদ্রঃ আশা করি পোস্টটি তোমাদের ভালো লেগেছে। কোন কিছু জানার থাকলে তোমার মূল্যবান মতামত জানিয়ে দাও কমেন্টে। তোমার কমেন্টের উপর ভিত্তি করে ও তোমার না উল্লেখ করে পরবর্তী পোস্ট লিখা হবে ইনশাআল্লাহ।
Thanks 😊
nice that
Thank u very much. It was very helpful 😊
You are most welcome💝
Shubanala brother
Nice😊