রসায়নের মজার তথ্য
রসায়ন (Chemistry) নিয়ে মজার কিছু তথ্য | রসায়ন নিয়ে সেরা ১০ টি মজার তথ্য।
১) পানিতে লবণ দিলে
আচ্ছা, মনে করো একটি গ্লাসে পানি এমনভাবে পরিপূর্ণ করা যে আর একটু কিছু দিলেই সেটা পড়ে যাবে। এখন তুমি এটার মধ্যে লবণ দাও এবং লবণ দিয়ে পানির একটু অংশ হলেও ফালানোর চেষ্টা কর। লাভ নাইক্যা, লবণ দেওনের পরে কইবা, ও মোর খোদা এ তো দেহি পানি আরো নিচবা গেছে গা। (মমিসিংগা ভাষার লগে আমি বরিশাইল্লা মারলাম)।😁
২) মানুষের শরীরে কার্বনের পরিমাণ
পাঠক বন্ধু, আমি আশা করি আমার মতো বদমাশি না করে যদি ৯ম-১০ম শ্রেণির রসায়ন বই যদি পড়ে থাকো তবে তো নিশ্চই জানো যে, আমাদের শরীরেও ২৬ ধরণের ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ আছে। কার্বনও তার মধ্যে আছে। আর আমার মনে হয় তুমি এটাও জানো যে, কার্বন দিয়ে পেন্সিল বানানো হয়। আর তোমার কী মনে হয় আমাদের শরীরে মোট যতটুকু কার্বন আছে তা দিয়ে কী পেন্সিল বানানো সম্ভব নাকি? হ্যাঁ, সম্ভব। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, কয়টার মতো বানানো যাবে? আমি এখন যা বলবো তা শুনে তোমার মাথায় আকাশ ভেঙ্গে পড়বে? আচ্ছা, মাথায় আকাশ ভাঙলে অবশ্যই কমেন্টে বলবা। যাহোক, আমাদের শরীরে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে ৯০০০ টি পেন্সিল বানানো যাবে। (সুবহানাল্লাহ)। দেখেছো, মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের কীভাবে সৃষ্টি করেছেন। যারা মুসলমান আছি, তারা এই মহান স্রষ্টার প্রশংসায় বলি, আলহামদুলিল্লাহ।
৩) পৃথিবীতে সোনার পরিমাণ
সোনা অনেক দুর্লভ একটা জিনিস। তাই না? কিন্তু তুমি জানো কি পৃথিবীতে কী পরিমাণ সোনা রয়েছে? আমি বলছি তোমাকে, পৃথিবীতে যে পরিমাণ সোনা রয়েছে তা দিয়ে তুমি সম্পূর্ণ পৃথিবীর পৃষ্ঠ ঢেকে ফেলতে পারবে। আচ্ছা, পুরো পৃথিবীকে ঢাকলে প্রত্যেক জায়গায় এটির উচ্চতা আমাদের হাঁটু পর্যন্ত হবে।
আরো পড়ঃ মহাকাশে রকেট কীভাবে যায়?
৪) অক্সিজেন গ্যাস
অই ব্যাডা, মেলাক্ষণ ধইরা শুদ্ধ কথা কইতাছি, মাগার অহন একটু অশুদ্ধ মারমু। আইচ্ছা, আমরা কোন গ্যাস গ্রহণের মধ্য দিয়ে টিকে আছি? উত্তর তো অবশ্যই অক্সিজেন। তাই না? আচ্ছা, এই অক্সিজেনের কী কোন বর্ণ আছে? নেহি হ্যা, তুম হামারা ইয়ে বলে, ভাই অক্সিজেন তো বর্ণহীন হ্যা। কিন্তু অক্সিজেন গ্যাসীয় অবস্থায় বর্ণহীন হলেও কঠিন ও তরল অবস্থায় এটা নীল বর্ণের।
৫) হাইড্রোফ্লোরিক এসিড
তুমি জানো কী, হাইড্রোফ্লোরিক এসিডের জীবনটা তেনা তেনা। এই ব্যাটায় একটা আস্ত গ্লাসকে গলিয়ে দিতে পারে, কিন্তু ব্যাটারে বলা হয় দুর্বল এসিড। (ওমাগো, টুরু লাভ )। এই ব্যাটায় যদি দূর্বল হয়, তাইলে অন্যন্য এসিড যেইগুলোর ক্ষমতা এটা থেকে কম তাদেরকে বলা উচিত, তুই ব্যাটা নাই এসিড।
৬) পৃথিবীর সবচেয়ে দুর্লভ মৌলের পরিমাণ
তোমরা যারা পর্যায় সারণি পড়েছো তারাতো নিশ্চই এস্তেতিন (At) সম্পর্কে জেনেছো। এটা পৃথিবীর সবচেয়ে দুর্লভ মৌল। তুমি কী, জানো পৃথিবীতে এর পরিমাণ কত? মাত্র ২৮ গ্রাম। এটা শোনার পর তোমাদের অনেকের অবস্থা, " হাচা কথা নাকি মিছা কথা, এইডা হইলে বিজ্ঞানীরা পাইলো কই। ধুর বাল, সব মাথার উপরে দিয়ে যাইতাছে আব্বে হালা।"
৭) বায়মন্ডলে অক্সিজেনের পরিমাণ
তোমরা তো সবাই আমাজন রেইন ফরেস্টের নাম শুনেছো! তাই তো। তুমি কী জানো, বায়ুমন্ডলের ২০% অক্সিজেনই হচ্ছে এই আমাজন রেইন ফরেস্টের।
৮) সাধারণ তাপমাত্রায় ব্রোমিন ও পারদ
তুমি জানো কী, সাধারণ তাপমাত্রায় ব্রোমিন ও পারদ দুটোই তরল।
৯) বজ্রপাত
তোমরা নিশ্চয়ই সকলেই জানো প্রত্যেক বছর বজ্রপাতে পৃথিবীতে অনেক মানুষ তাদের প্রাণ হারায়।কিন্তু তুমি কি এটা জানো যদি পৃথিবীতে বজ্রপাত না হতো তাহলে প্রাণীকুল ধ্বংস হয়ে যেত। কারণ এর মাধ্যমে সৃষ্টি হয় ওজোন স্তরের।
১০) মহাবিশ্বে হাইড্রোজেন পৃথিবীতে অক্সিজেন
প্রিয় পাঠক বন্ধু, তুমি জানো আমাদের পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বেশি এবং মহাকাশে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেশি। তাই না? (প্রায় ৪৯% বায়ুমণ্ডল+ ভূমি+সাগর)
বিঃদ্রঃ
প্রিয় পাঠক, আশা করি তোমার পোস্টটা ভাল লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আচ্ছা, আমি কিন্তু পোস্টে আঞ্চলিক কথা ব্যবহার করেছি যাতে তুমি মজা করে পড়তে পারো। কোন ভুল করে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি এবং কমেন্টে জানিয়ে দিবে। নিচে কমেন্ট করতে পারবে। ধন্যবাদ। আসসালামুয়ালাইকুম।
মাহি হাম বোলতে হ্যায় কী, এইডা (Article) খুব ভালা লাগছে আমার টাইন। মোর এই গবেড ব্যারেনে কিছু ত-এন তথ্য ডোকল। কোইতো হারি নো খথা গোলাই ব্যারেন থাইকবো নাহি চইলা যাইবো। তবে এটা সত্য যে Article টি মজার এবং তথ্যবহুল����। God bless you. খোদাহাফেজ (হিন্দি, ময়মনসিঙ্গা, বরিশাইলা, গোপালগইঞ্জা, বাংলা, ইংরেজি, উর্দু) ����
ধন্যবাদ তোমার অত্যন্ত মূল্যবান কমেন্টের জন্য।🥰🥰🥰
It was very helpful
Thanks dear🥰🥰🥰
ধন্যবাদ,ভালো লিখেছেন...
আপনকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার সাইটের পাশে থাকবেন ইনশাআল্লাহ❣️