ত্বরণ কাকে বলে?| ত্বরণ কত প্রকার? | সমত্বরণ কাকে বলে? | অসম ত্বরণ কাকে বলে?|
ত্বরণ কাকে বলে?| ত্বরণ কত প্রকার? | সমত্বরণ কাকে বলে? | অসম ত্বরণ কাকে বলে? ইত্যাদি নিয়ে আলচনা।
তাহলে চলো প্রথমেই জেনে নেওয়া যাক ত্বরণ কাকে বলে?
ত্বরণ কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
ত্বরণ কে a দ্বারা প্রকাশ করা হয়।
এর সূত্রটি নিম্নরূপঃ
ত্বরণ a=v-u/t ( ভি মাইনাস ইউ বাই টি)
এখানে, v হচ্ছে শেষবেগ।
u হচ্ছে আদিবেগ।
t হচ্ছে সময়।
ত্বরণের এককঃ ms-2 (পাঠক বন্ধুরা এটা - কিন্তু মাইনাস না, ইনভার্স।)
ত্বরণের মাত্রা=[LT-2] (পাঠক বন্ধুরা এটা - কিন্তু মাইনাস না, ইনভার্স।)
চলো, এখন পাঠক বন্ধুরা জেনে নিই ত্বরণ কত প্রকার হতে পারে এবং তা কী কী?
ত্বরণ কত প্রকার?
উত্তরঃ ত্বরণ দুই প্রকার।
এই দুই প্রকার ত্বরণ হচ্ছেঃ
- সমত্বরণ।
- অসমত্বরণ।
বন্ধুরা এখন আবার তোমাদের মনে এই দুই প্রকার ত্বরণ নিয়ে প্রশ্ন জাগতে পারে। কোন চিন্তা নয়। নিচে এই দুই প্রকার ত্বরণকেও সজ্ঞায়িত করা হলো।
সমত্বরণ কাকে বলে?
উত্তরঃ কোন গতিশীল বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সর্বদা সমান হলে তাকে সমত্বরণ বলে।
অসমত্বরণ কাকে বলে?
উত্তরঃ কোন গতিশীল বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সর্বদা অসমান হলে অর্থাৎ সমান না হলে তাকে সমত্বরণ বলে।
আমার কিছু কথাঃ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। ত্বরণ সম্পর্কে কোন প্রকার তথ্য জানার জন্য কমেন্টে বলতে পারো। পোস্টের কোন জায়গায় ভুল থাকলে কিংবা কোন বিষয় বুঝতে অসুবিধা হলেও অবশ্যই কমেন্ট করবে। এতে বন্ধুরা সকলেই উপকৃত হবে। ভালো থাক, সুস্থ থাক। নামাজ পর এবং গুনাহ থেকে দূরে থাকো। আসসালামুয়ালাইকুম ওয়া রহমতউল্লাহি ওয়াবা রাকাতুহু।
সকলকে ধন্যবাদ।