ইসলামিক কুইজ প্রশ্নোত্তর।
ইসলামিক সংক্ষিপ্ত কুইজ প্রশ্নোত্তর।
1. আল্লাহর নিকট একমত্র মনোনীত দ্বীন কোনটি?
উত্তরঃ ইসলাম।
2. সকল নবী-রাসুলদের ধর্মের নাম কী ছিলো?
উত্তরঃ ইসলাম।
3. সর্বপ্রথম কোন নবি নিজ ধর্মের নাম ইসলাম হিসেবে অভিহিত করে?
উত্তরঃ হযরত ইবরাহিম (আ)।
4. কোন নবিকে মুসলিম জাতির পিতা বলা হয়?
উত্তরঃ হযরত ইবরাহিম (আঃ) কে।
5. মানুষের স্বভাব ধর্ম কোনটি?
উত্তরঃ ইসলাম।
6. প্রত্যেক শিশু কোন ধর্মের মনোভাব নিয়ে জন্ম নেয়?
উত্তরঃ ইসলাম।
7. তারপর তাদের অধিকাংশই বিধর্মী হয়ে পরে?
উত্তরঃ তাদের পিতামাতার কারণে।
8. একমাত্র পূর্ণাঙ্গ জীবণব্যবস্থা কোনটি?
উত্তরঃ ইসলাম।
9. মানব জীবণে যা কিছু প্রয়োজন তা আছে কোথায়?
উত্তরঃ আল-কুরআনে।
10. ইসলাম কীসের ধর্ম?
উত্তরঃ সম্প্রিতী ও ভ্রাতৃত্বের।
11. বৈরাগ্য ইসলামে কী?
উত্তরঃ নিষিদ্ধ।
12.ইমান শব্দের অর্থ কী?
উত্তরঃ বিশ্বাস।
13. ইমান কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার।
14.আমল শব্দের অর্থ কী?
উত্তরঃ কাজ।
15. আমল বলতে সাধারণত কোন কাজকে বোঝায়?
উত্তরঃ ভালো।
16. মানবজাতির হিদায়াতের জন্য মহান আল্লাহ তায়ালা যুগে যুগে কী প্রেরণ করেছেন?
উত্তরঃ নবি-রাসুল।
17.রাসুল শব্দের অর্থ কী?
উত্তরঃ প্রেরিত পুরুষ বা পয়গাম্বার।
18.যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিলো তাদেরকে কী বলা হয়?
উত্তরঃ রাসুল। (নবি ও রাসুল দুইটিই বলা যায়)।
19. যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়নি তাদেরকে কী বলা হয়?
উত্তরঃ নবি।
20. সকল রাসুল নবি ছিলেন কিন্তু সকল নবি রাসুল ছিলেন না, এটা কী?
উত্তরঃ সত্য।
21. রাসুলের সংখ্যা কত জন?
উত্তরঃ ৩১৩ মতান্তরে ৩১৫ জন।
22.সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি কে?
উত্তরঃ হযরত মুহাম্মদ (সাঃ)।
23.সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
উত্তরঃ আল-কুরআন।
24.আল-কুরআন নাজিল হয় কোন নবির উপর?
উত্তরঃ হযরত মুহাম্মদ (সা)।
25. মোট আসমানি কিতাব কত খানা?
উত্তরঃ ১০৪ খানা।
26.ছোট কিতাব কতখানা?
উত্তরঃ ১০০ খানা।
27. বড় কিতাব কত খানা?
উত্তরঃ ০৪ খানা।
28. ছোট কিতাবকে কী বলে?
উত্তরঃ সহিফা।
29. শাফাআত শব্দের অর্থ কী?
উত্তরঃ সুপারিশ করা।
30.কোন কঠিন অবস্থায় আমাদের প্রিয় নবি আমাদের জন্য শাফাআত করবেন?
উত্তরঃ হাশরের কঠিন ময়দানে।
31. শাফাআত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার।
32. ফেরেশতা কোন শব্দ?
উত্তরঃ ফার্সি।
33.ফেরেশতা শব্দের আরবি শব্দ কী?
উত্তরঃ মালাকুন।
34. মালাকুন শব্দের অর্থ কী?
উত্তরঃ বার্তাবাহক।
35. ফেরেশতারা কিসের তৈরী?
উত্তরঃ নূরের।
36.নূর শব্দের অর্থ কী?
উত্তরঃ জ্যোতি বা আলো।
37. কারা আল্লাহর নির্দেশে যে কোন আকার ধারণ করতে পারে?
উত্তরঃ ফেরেশতারা।
38.ফেরেশতাগণ কী খাবার গ্রহণ করেন?
উত্তরঃ না, তারা আহার বা খাবার গ্রহণ করেন না।
39. ফেরেশতাগণের সংখ্যা কত?
উত্তরঃ এটা শুধুমাত্র আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানেন না।
40. প্রধান ফেরেশতা কতজন?
উত্তরঃ ৪ জন।
41. তারা কে কে?
উত্তরঃ১) হযরত জিবিরাইল (আ)। ২) হযরত আযরাইল (আ)। ৩)হযরত মিকাইল (আ)। ৪) হযরত ইসরাফিল (আ)।
42. জিবরাইলের কাজ কী?
উত্তরঃ নবী-রাসুলদের নিকট ওহি প্রেরণ করা।
43. আযরাইল (আ) এর কাজ কী?
উত্তরঃ প্রাণীদের জান কবজ করা।
44.হযরত মিকাইল (আ) কাজ কী?
উত্তরঃ মেঘ-বৃষ্টি ও রিজিক বন্টণ।
45. হযরত ইসরাফিল (আ) এর কাজ কী?
উত্তরঃ আল্লাহর নির্দেশে শিঙ্গায় ফুঁক।
46. হযরত ইসরাফিল (আ) এর শিঙ্গায় ফুঁক দেওয়ার সময় পৃথিবীর অবস্থা কেমন হবে?
উত্তরঃ ধ্বংস হয়ে যাবে।
47.আল-কুরআনে কতজন নবি-রাসুলের নাম উল্লেখ রয়েছে?
উত্তরঃ ২৫ জন।
48.আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়েছেন কারা?
উত্তরঃ নবি-রাসুলগণ।
49.আমাদের মতো মানুষ বানিয়ে আল্লাহ কাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন?
উত্তরঃ নবি-রাসুলদেরকে।
50. আমরা মুসলমানরা কোন নবির অনুসরণ করবো?
উত্তরঃ বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা)এর।
Very good content.